ইভিএম-এ ভোট কেন?
আগামী জাতীয় নির্বাচনে ইভিএম-এ ১৫০ আসনে ভোট গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কাকতালীয় কিনা জানি না, ১৫০ সংখ্যাটা আমাদের এর আগে চিনিয়েছিলেন রকিবুল
সরকারি শিক্ষক (কম্পিউটার) ও এনটিআরসিএ
সরকার ঘোষিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক মেধাক্রমের ভিত্তিতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত হয়েছে। কিন্তু গত ২০ জুলাই থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়ার শুরু হলেও তাতে আমরা স্কুল/মাদ্রাসায় সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে আবেদন করতে পারছি না।
কেননা ওই পদে নিয়োগের আবেদনের জন্য যোগ্যতা উল্লেখ করা হয়েছে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ¯œাতক/সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি। প্রকৃতপক্ষে এই শর্তটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে, যা ত্রয়োদশ নিবন্ধনের নিয়োগ থেকে কার্যকর হওয়ার কথা। এমনকি সর্বশেষ অনুষ্ঠিত দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে এমন শর্তের বাধ্যবাধকতা না থাকায় আমরা সহকারী শিক্ষক (কম্পিউটার) পদের জন্য যে কোনো বিষয়ে ¯œাতক ও ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের যোগ্যতা উল্লেখপূর্বক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু নিয়োগের আবেদনের সময়সীমা ১০-৮-১৬ পর্যন্ত হলেও এরূপ জটিলতার জন্য আবেদন করতে পারছি না। অথচ বিজ্ঞান বিভাগে ¯œাতক ও ছয় মাসের মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তরা প্রভাষক (কম্পিউটার) পদে নিয়োগের আবেদন করতে পারছেন। তাই এনটিআরসিএ সমীপে আমাদের শিক্ষকতার মহান পেশায় নিযুক্ত হওয়ার ও বেকার জীবনের অবসান ঘটানোর জন্য বিনীত অনুরোধ করছি।
মানিক মোহাম্মদ (রাসেল)
আকুয়া মোড়ল বাড়ি, সদর, ময়মনসিংহ।
এমইএস বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণের আবেদন
রোদে জ্বলা, বৃষ্টিতে ভেজা ও দাঁড়িয়ে পায়ে ব্যথার কবল থেকে রেহাই পাওয়ার জন্য যাত্রী ছাউনির কোন বিকল্প নেই। এই যাত্রী ছাউনি যাত্রী সাধারণের অপেক্ষাগার ও অবস্থান কেন্দ্র। যানবাহনে আরোহণের জন্য তাদের অনেক সময় খোলা আকাশের নিচে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। একজন যাত্রী কতক্ষণই দাঁড়িয়ে থাকতে পারে এটাই প্রশ্ন। বিশেষ করে মা-বোন ও বয়স্কদের তো কথাই নেই। উল্লেখ্য, এ স্থান সেনানিবাস এলাকায় হওয়ায় এর গুরুত্ব অপরিসীম।
এতদব্যতীত দেশের এএফএমসি মেডিক্যাল কলেজ ও কুর্মিটোলা হাসপাতাল এখানেই অবস্থিত। তাই সর্বদা কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক ও রোগীর লোকজনদের এখানে গাড়িতে উঠানামা করতে হয়। সার্বিক দিক বিচার-বিবেচনা করলে এখানে একটি উন্নতমানের যাত্রী ছাউনি অতীব জরুরি। মহিলা ও পুরুষের জন্য পৃথক স্থান চিহ্নিত থাকাও আবশ্যক।
মোঃ আবু বকর সিদ্দিক, এমএ
সাবেক সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা।
অমানবিক কেবল নয়
দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে অবিবাহিত বা পরিবারবিহীন একক এবং দলগত ভাড়াটিয়াগণ চরম আবাসন সংকটে রয়েছেন। বিদ্যমান ভাড়াটিয়াগণ যেমন অতিসত্বর বাসা ছাড়ার নোটিশ পাচ্ছেন, ঠিক তেমনি নতুন করে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রেও এই বিশাল জনগোষ্ঠীকে নানামুখী হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও এরকম সত্বর বাসা ছাড়ার একটি স্বাক্ষর এবং স্মারক নম্বরবিহীন নোটিশের অনুলিপি পেয়েছি। (যেখানে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট ভবনটি আবাসিক বিধায় ব্যাচেলরদের ভাড়া দেওয়া যাবে না।
যেন অবিবাহিত বা পরিবারবিহীন ব্যক্তিগণ অনাবাসিক ভবনে বসবাস করবেন, আবাসিক ভবনে বসবাসের যোগ্যতা তাদের নেই।)
এ ছাড়াও উল্লিখিত নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে বাসা ছাড়তে না পারলে বিদ্যুৎ ও পানিসহ অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়েছে। যা অমানবিকই কেবল নয়, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-র সুস্পষ্ট লঙ্ঘনও বটে।
রাইদুল ইসলাম সৌরভ
সহকারী অধ্যাপক ও সমন্বয়ক,
আইন বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।