Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে সন্ধ্যা নদীতে শ্রমিকবাহী ট্রলার ডুবি, নিঁখোজ ১

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:২৬ এএম

নেছারাবাদে মালবাহি ট্রলারের ধাক্কায় মায়ের দোয়া নামে শ্রমিকবাহী একটি ষ্টিলবডি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার রাতে অনুমানিক আটটার দিকে উপজেলার ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনা সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হাসান (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়। নিখোজ হাসান বরিশালের বাখেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের ইমদাদ হাওলাদারের ছেলে।

ডুবে যাওয়া ট্রলারের শ্রমিক এমদাদুল মিলন জানায় বিল্ডিং ঢালাইযৈর কাজে বানারীপাড়া থেকে ৮ জন শ্রমিক মিকচার মেশিনসহ ষ্টিলবডি ট্রলারে নেছারাবাদের বালিহারি গ্রামে যাওয়ার পথে ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনায় অপর একটি মালবাহি জাহাজ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে শ্রমিকবাহি ট্রলারটি মালামালসহ ডুবে যায়। এ সময় ট্রলারে করে অন্য লোকজন গিয়ে শ্রমিকদের উদ্ধার করে। কিন্তু শ্রমিক হাসান নিখোজ হয়।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসানের কোন সন্ধান পাওয়া যায় নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রলারডুবি

২৪ ফেব্রুয়ারি, ২০২২
১০ ফেব্রুয়ারি, ২০২২
৩ ফেব্রুয়ারি, ২০২২
১১ জানুয়ারি, ২০২২
৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ