Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের তৃতীয় বৃহৎ আপেল আমদানিকারক বাংলাদেশ

মার্কিন কৃষি বিভাগের প্রতিবেদন প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

দেশীয় ফল থাকলেও বাংলাদেশের মানুষ প্রচুর আপেল খেয়ে থাকেন। আর ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা এবং দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কারণে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম আপেল আমদানিকারক দেশে পরিণত হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে প্রকাশিত মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ দুই লাখ ৭১ হাজার টন আপেল আমদানি করেছে; যা রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর তৃতীয় সর্বোচ্চ।
বাংলাদেশের পরে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে মেক্সিকো ও মিশর। প্রতিবেদনে দেখা গেছে, এই দুটি দেশের আমদানির হার বিশ্বব্যাপী ৫৯ দশমিক ৪ লাখ টন আপেল আমদানির পাঁচ শতাংশ।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফআইএ) সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ভেজালের ভয়াবহতা হ্রাস পাওয়ায় লোকজন তাজা ফল খেতে আগ্রহী হচ্ছেন। ফরমালিন নামের বিষাক্ত রাসায়নিকের কারণে ২০১৬ সাল পর্যন্ত মানসম্পন্ন ফল পাওয়া নিয়ে ক্রেতাদের মনে দুশ্চিন্তা ছিল। ফল ও সবজিতে ফরমালিন নেই বলে সরকার ঘোষণা দেওয়ার পর ক্রেতাদের আশঙ্কা প্রশমিত হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতার পাশাপাশি দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতাও বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ গত কয়েক বছর ধরে আপেল উৎপাদনের চেষ্টা করে যাচ্ছে। তবে উচ্চ তাপমাত্রা ও স্বল্প শীতের কারণে উচ্চমানের আপেল উৎপাদনে এখনো সফল হওয়া যায়নি বলে জানিয়েছেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা।
ইউএসডিএ’র ধারণা, আগের বছরের চেয়ে ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে গত অর্থবছরে আপেল আমদানির পরিমাণ দুই লাখ ৭১ হাজার টনে দাঁড়িয়েছে। ২০২০-২১ অর্থবছরে সেটি দুই লাখ ৮০ হাজার টনে পৌঁছুতে পারে বলে প‚র্বাভাস দিয়েছে ইউএসডিএ।

ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কিছু ইউরোপীয় দেশের চেয়ে চীন আমদানিকারকদের জন্য আপেলের সবচেয়ে বড় উৎস।



 

Show all comments
  • খোরশেদ আলম ১৭ ডিসেম্বর, ২০২০, ৫:৩৯ এএম says : 0
    আমাদের দেশে কীভাবে আপেল উৎপাদন করা যাবে সেটা নিয়ে গবেষণা করা দরকার
    Total Reply(0) Reply
  • Shah Alam ১৭ ডিসেম্বর, ২০২০, ৬:৫৮ এএম says : 0
    এজন্যই মানুষ দেড়শ টাকায় আপেল কিনে খেতে পারে। ভারত থেকে আসা লাল আঙ্গুর ই 400 টাকা।
    Total Reply(0) Reply
  • Fahima ১৭ ডিসেম্বর, ২০২০, ৬:৫৮ এএম says : 0
    এত আপেল খায় বাঙ্গালি
    Total Reply(0) Reply
  • Rasel Ahammed Himu ১৭ ডিসেম্বর, ২০২০, ৬:৫৯ এএম says : 0
    দেশে আপেল চাষ কী সম্ভব?
    Total Reply(0) Reply
  • Akikuzzaman Pitu ১৭ ডিসেম্বর, ২০২০, ৭:০০ এএম says : 0
    বাহ্, কি চমৎকার বিষয় কিন্ত‌ু এতো আপেল আনার পর ও আপেল বিজ্ঞানী নাই আমাদের!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ