Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের বন্ধ হয়ে গেল মাচু পিচু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইনকা সভ্যতার গুরুত্বপ‚র্ণ নিদর্শন হিসেবে পরিচিত মাচু পিচু। এটি পেরুর পর্যটনকেন্দ্রগুলোর মাঝে অন্যতমও বটে। কিন্তু ট্রেনসেবা নিয়ে স্থানীয়দের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ইস্যুতে গত সোমবার অনির্দিষ্টকালের বন্ধ করে দেয়া হয়েছে মাচু পিচুর দুর্গ। একটি বিবৃতিতে বলা হয়, ভ্রমণকারীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাচু পিচুর দুর্গ ১৪ ডিসেম্বর থেকে পরস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে এর আগে প্রায় আট মাস বন্ধ ছিল দুর্গটি। কিন্তু খোলার ছয় সপ্তাহ পর ফের বন্ধ হয়ে গেল নতুন সমস্যায় পড়ে। ধারণা করা হচ্ছে, রেলওয়ে কোম্পানির স্থানীয় ট্রেন পরিষেবা মাচু পিচু এবং ওলানটায়ট্যাম্বো শহরের অধিবাসীদের আন্দোলন না থামা পর্যন্ত বন্ধ থাকবে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনকা সভ্যতা

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ