বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যথাযোগ্য মর্যাদায় নাটোরে লালপুরে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৬ ডিসেম্বর) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পূর্ব আকাশে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, লালপুর থানার ওসি সেলিম রেজাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ আপামর জনসাধারণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮ টার সময় উপজেলা প্রশাসনের পক্ষথেকে লালপুর উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন খানি পাঠ, নিরবতা পাল করে।
পরে লালপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষথেকে লালপুর উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুস্পুস্তব অর্পণ করে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীসহ নেতাকর্মীরা।
পরে আলোচনা সভা ও জাতির শ্রেষ্ট সন্তান বীর শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।