Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

রামগড় (খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১০:২৫ এএম

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সকলের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২০।

ভোর ৬টায় ৩১বার তোপধ্বনি শেষে সকাল সাড়ে ৬টায় বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রামগড় পৌরসভা,রামগড় থানা, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠন, স্থানীয় সাংবাদিক সংগঠন, সরকারী-বেসরকারী বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনতা। পরে সকাল সাড়ে ৭টায় বিজয় ভাস্কর্য সম্মূখে প্রধান অতিথি ও বিশেষ অতিথি থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী ও ইউএনও মু,মাহমুদ উল্লাহ মারুফ ও অফিসার ইনচার্জ সামসুজ্জামান।

উপজেলা তথ্য অফিসার বিশ্ব নাথ মজুমদার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,সহকারী কমিশনার(ভূমি) সজীব কান্তি রুদ্র, সহকারী পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, রামগড় পৌর মেয়র মোহম্মদ শাহজাহান কাজী রিপন,অফিসার ইনচার্জ মোঃ সামসুজ্জামান, ইউএইচএফপিও ডাঃ প্রতীক সেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা আ'লীগ সভাপতি মোস্তফা হোসেন- সম্পাদক কাজী নুরুলআলম আলমগীরসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক বৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সীমিত পরিসরে অতিথিদের সম্মানে ইউএনও'র বাসগৃহে প্রীতিভোজ আয়োজনে অংশগ্রহন শেষে ভার্চুয়াল প্লাটফর্ম অনলাইন প্রোগ্রামে অংশগ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজয় দিবস উদযাপন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ