Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রতিবেশীকে খুনের দায়ে ছেলের ফাঁসি : মায়ের যাবজ্জীবন

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : প্রতিবেশী এক ব্যাংক কর্মকর্তাকে খুনের দায়ে পুত্রকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদÐ এবং মাকে যাবজ্জীবন কারাদÐের আদেশ দিয়েছেন আদালত। গতকাল (সোমবার) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান ১১ বছর আগে জমির বিরোধে সংঘটিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
দÐিতরা হলেন হুমায়ুন কবির ও তার মা শামসুন্নাহার। মৃত্যুদÐের পাশাপাশি হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা অর্থদÐও দিয়েছেন আদালত। অতিরিক্ত পিপি সমীর দাশগুপ্ত বলেন, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৬ জুন চন্দনাইশ সদরে রূপালী ব্যাংক কর্মকর্তা মনির আহমদ খুন হন। এ ঘটনায় মনির আহমদের ছেলে তানভীর আহমেদ বাদী হয়ে শামসুন্নাহার এবং তার দুই ছেলে হুমায়ুন কবির ও শাওনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় নিজের বাড়িতে শ্রমিকদের সঙ্গে নিয়ে কাজ করছিলেন মনির আহমদ।
এসময় হুমায়ুন ও শামসুন্নাহার জমি নিয়ে ‘পূর্বশত্রæতার জের ধরে’ মনিরের ওপর হামলা চালান। হুমায়ুন শ্রমিকদের কাছ থেকে কোদাল কেড়ে নিয়ে মনিরকে এলোপাতাড়ি কোপান এবং শামসুন্নাহার লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত মনিরকে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। সেখানে তিনি মারা যান।
তদন্ত শেষে পুলিশের দেওয়া অভিযোগপত্রে শাওনকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৮ সালের ২৮ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবেশীকে খুনের দায়ে ছেলের ফাঁসি : মায়ের যাবজ্জীবন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ