Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ নগরীতে চাঁদা দাবিতে হামলা-ভাঙচুর

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

ময়মনসিংহ নগরীতে চাঁদা দাবিতে প্রকাশ্যে দিনদুপুরে সন্ত্রাসী হামলা চালিয়ে বাউন্ডারি দেয়াল ভেঙে বাসাবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর ১৮ নং ওয়ার্ডের কৃষ্টপুর দৌলত মুন্সি রোড বেপারী বাড়িতে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বাসাবাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- রিপন মিয়া (৪০) ও খোকন মিয়া (৪২)। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন ওসি। ভুক্তভোগী মোছা. রেজিয়া খাতুনের অভিযোগ, গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে পূর্ব শত্রæতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী টিটু ও ফারুক মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী আমার বাসাবাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা প্রকাশ্যে লুটপাট করে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। রেজিয়া খাতুনের দাবি, সন্ত্রাসীরা গত ১৪ ডিসেম্বর প্রকাশ্যে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেয়। চাঁদার টাকা না দেওয়ায় পরদিন ১৫ ডিসেম্বর সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে ত্রাস সৃষ্টি করে এ হামলা চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা-ভাঙচুর

১৩ জুন, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ