Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে বসতঘরে হামলা-ভাঙচুর-লুটপাট হত্যা ও বাড়িছাড়া করার হুমকি

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা

ঝালাকাঠির রাজাপুরের বামনখান গ্রামের কবির হোসেন খন্দকারের বাড়িতে গত শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়ে দেয়াল ভাঙচুর, নগদ অর্থসহ দুই লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট, ঘরের লোকজনকে মারধর ও বাড়িছাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কবিরের স্ত্রী ফেরদৌসী কবির বাদী হয়ে শুক্রবার রাতে রাজাপুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ফেরদৌসী কবির অভিযোগ করে বলেন, তার স্বামীর চাকুরির কারণে সপরিবারে স্বামীর সাথে থাকায় আমার খালি বাড়িতে উপজেলার পিংড়ি গ্রামের মৃত হোসেন খলিফার ছেলে সান্টু খলিফা (বাপ্পি) ও মৃত আমির হোসেন খন্দকারের মেয়ে শিউলি বেগম বসবাস করতো। আমরা বাড়িতে এসে তাদেরকে আমার ঘর থেকে চলে যেতে বললে তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়। ঘটনার দিন চারজন রাজমিস্ত্রি দিয়ে ঘরটির সংস্কারের কাজ করাতে গেলে শিউলি বেগম ও বামনখান গ্রামের দুলাল হোসেন খনদকারের স্ত্রী হেলেনা বেগম মোবাইলে সন্ত্রাসী বাহিনীকে খবর দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার ঘর ও ঘরের আসবাব পত্র কুপিয়ে-পিটিয়ে ভাংচুর করে প্রায় দুই লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করে। এ সময় ঘরে থাকা ৯৫ হাজার টাকা মুল্যের দুইভরি ওজনের স্বর্ণের দুটি চেইন, ৪৮ হাজার টাকা মুল্যের এক ভরি ওজনের স্বর্ণের দুটি কানের দুল এবং ৫০ হাজার টাকা সান্টু খলিফা ও এনাম হোসেন যৌথভাবে লুট করে নেয়। আমি তাদের বাধা দিতে গেলে আমাকে মারধর করে এবং মাটিতে ফেলে টেনে হেঁচড়ে শ্লীলতাহানি করে। এ সময় আমাকে রক্ষা করতে আমার ছেলে নাঈম ও নোমান এগিয়ে এলে তাদেরকে প্রতিপক্ষের শিউলি বেগম, হেলেনা বেগম ও সাহাদাৎ হোসেন মারধর করে আহত করে। প্রতিপক্ষের লোকজন মাদক ব্যাবসায়ী বলে বর্তমানে তারা আমাদেরকে বাড়ি ছাড়াসহ হত্যার হুমকি ও মাদক দিয়ে আমার ছেলেদেরকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজাপুরে বসতঘরে হামলা-ভাঙচুর-লুটপাট হত্যা ও বাড়িছাড়া করার হুমকি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ