Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

লিভারপুলের ট্রেবলজয়ী কোচ উইয়ের চিরবিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

দীর্ঘদিন ধরে ভুগছিলেন হৃদযন্ত্রের জটিলতায়। ২০০১ সালে প্রিমিয়ার লিগে লিভারপুল-লিডস ইউনাইটেড ম্যাচের বিরতির সময়ই হাসপাতালে নিতে হয়েছিল তাকে। তার পর থেকেই মাঝে মাঝেই পথ রোধ করেছে এই ব্যাধি। অবশেষে সেই হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর মারা গেছেন জেহা উইয়ে। গতপরশু রাতে তার মৃত্যুর খবর প্রকাশ করে ফ্রান্সের গণমাধ্যম। ৭৩ বছর বয়সী লিভারপুলের এই ট্রেবলজয়ী কোচ পিএসজি, অলিম্পিক লিওঁ, ফ্রান্স জাতীয় দলেরও কোচ ছিলেন।
ফ্রান্সের নিচের সারির দলে খেলোয়াড়ী জীবন পার করা উইয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৭৩ সালে। ১৯৮৮ সালে ফ্রান্সের সহকারী কোচ হওয়ার পর ১৯৯২ সালে হন প্রধান কোচ। দলকে ১৯৯৪ বিশ্বকাপে নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেন তিনি। ২০০১ সালে লিভারপুলের হয়ে এফএ কাপ, লিগ কাপ ও উয়েফা কাপ জেতেন উইয়ে। এরপর লিওঁর হয়ে লিগ জেতেন টানা দুইবার। সবশেষ তিনি ছিলেন অ্যাস্টন ভিলায়। হৃদযন্ত্রের সমস্যার কারণেই ২০১১ সালে কোচিং ক্যারিয়ারকে বিদায় জানান উইয়ে। এবার তিনি চলে গেলেন সবকিছুর ঊর্ধ্বে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেবলজয়ী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ