Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় এক সপ্তাহে নিহত ৫ শতাধিক

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় প্রতিনিয়ত চলছে সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে প্রায় প্রতিদিনই নিহত হচ্ছে নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক লোকজন। দেশটির লোকাল কো-অর্ডিনেশন কমিটি- এলসিসি নামে একটি সংগঠন জানিয়েছে, গত সপ্তাহে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ৫ শতাধিক মানুষ। এছাড়া ১৩ আগস্ট থেকে ১৯ আগস্টের এ সংঘর্ষের ঘটনাগুলোতে ৯৬ জন শিশু এবং ৭৩ জন নারী নিহত হয়েছেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি তথ্য বিবরণী প্রকাশ করে এলসিসি। সংগঠনটি আরও জানায়, নিহতদের অধিকাংশই দেশটির আলেপ্পো, ইদলিব, দামেস্ক ও হামা এলাকার বাসিন্দা। ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। সরকার ও বিদ্রোহীদের মধ্যে গৃহযুদ্ধের সুযোগে ২০১৩ সালে আত্মপ্রকাশ করে আইএস। এরপর থেকে সরকার ও বিদ্রোহী গোষ্ঠী নিজেদের মধ্যে যুদ্ধের পাশাপাশি আইএসের বিরুদ্ধেও লড়াই শুরু করে। এদিকে, গত বছর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে আইএস ও বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। তার আগে থেকে আইএস নির্মূল করতে যুদ্ধক্ষেত্রে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় এক সপ্তাহে নিহত ৫ শতাধিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ