বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বতীপুরে পৌরসভা ও শ্যামল বাংলা গ্রীন প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় পার্বতীপুর পুরাতন বাজার ঈদগাহ মাঠে পৌরসভার ওয়ার্কিং কমিটির ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শ্যামল বাংলা গ্রীন প্রকল্প, ল্যাম্প হাসপাতালের ও পৌরসভার সহযোগিতায় বিন বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাম্প হাসপাতালের কমিউনিটি হেলথ এন্ড ডেভলপমেন্ট এর পরিচালক লিটন বালা, ওয়াকিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সবুজ প্রকল্পের ব্যবস্থাপক সজল বৈদ্য, আব্দুস সাত্তার টেকনিক্যাল কো-অর্ডিনেটর শ্যামল বাংলা গ্রীন (সবুজ প্রকল্প) ওয়ার্কিং কমিটির সাধারন সম্পাদক এ কে এম শফিউল করিম, প্রভাষক আনোয়ারুল কবির বাদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানিয়া আক্তার সিএফ।
প্রধান অতিথি পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক বলেন, পৌরবাসীর বর্জ্য সুব্যবস্থপনার জন্য তিনটি রঙের ৪টি বিন সরবরাহ করা হয়েছে। বিন ৪টিতে ২টি সবুজ রঙের যার মধ্যে পঁচনশীল বর্জ্য, হলুদ রঙের মধ্যে পুনঃব্যবহারযোগ্য বা পনঃচক্রয়ানযোগ্য বর্জ্য এবং একটি লাল রঙের যার মধ্যে ঝুঁকিপূর্ণ বর্জ্য ফেলার নির্দেশ দেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।