Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গর্ভপাতের অভিযোগ, লাভ জিহাদ আইনে নারী গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ভারতের উত্তর-প্রদেশে বিতর্কিত ‘লাভ জিহাদ’ আইনে একজন নারীকে আটক করার ঘটনা ঘটেছে। আটক হওয়ার পর পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ওই নারীর গর্ভপাত ঘটেছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছে। ভারতের বিতর্কিত লাভ জিহাদ আইনে নারী হিসেবে তিনিই প্রথম আটক হয়েছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বয়সী মুসকান জাহান ভারতের উত্তর-প্রদেশের মুরাদাবাদ শহর থেকে গ্রেপ্তার হন। তার স্বামী রশিদকে গ্রেপ্তারের পর অজানা কোনো জায়গায় রাখা হয়েছে। মুসকানকে হিন্দু ধর্ম থেকে মুসলমান করার পর বিয়ে করার অভিযোগে রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার মুসকান তার শ্বাশুড়িকে ফোন করে জানিয়েছেন, তার রক্তপাত হয়েছে এবং তিনি সন্তান হারিয়ে ফেলেছেন। মুসকানের শ্বাশুড়ির দাবি, তিন মাসের গর্ভবতী ছেলের বউকে আটককেন্দ্রের কর্মীরা ইনজেকশন দিয়েছে মনে করি। হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে সে মুসলমান হওয়ার কারণে তারা এমনটা করেছে। ওই নারী আরো বলেন, পৃথিবীতে আসার আগেই নিষ্ঠুর পৃথিবী শিশুটিকে বিদায় করে দিয়েছে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ