Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপর্যস্ত গুগল, একঘন্টারও বেশি সময় বন্ধ ছিল জিমেল, ইউটিউব পরিষেবা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ৭:৩৮ পিএম

প্রায় ঘণ্টাখানেকের জন্য বিশ্ব জুড়ে স্তব্ধ হয়ে গিয়েছিল গুগলের সমস্ত পরিষেবা। গুগলের অন্যান্য পরিষেবা কাজ না করলেও সার্চ ইঞ্জিন কাজ করছিল ঠিক মতোই।

বাংলাদেশ সময় সোমবার বিকাল ৫টা নাগাদ হঠাৎই দেখা যায় গুগলের বেশ কিছু পরিষেবা কাজ করা বন্ধ করে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকদের মধ্যে এ নিয়ে শোরগোল পড়ে যায়। গোটা বিশেও হইচই পড়ে যায় এই পরিষেবা বন্ধ হওয়ার ফলে। দেখা গিয়েছে গুগলের যে সব পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল সেই তালিকায় ছিল, জিমেল, ইউটিউব, গুগল ড্রাইভ, গুগল ডক, প্লে স্টোর, গুগল মিট, হ্যাং আউট-সহ বহু গুরুত্বপূর্ণ পরিষেবা।

গুগল সূত্রে খবর, তাদের গ্লোবাল সার্ভার ক্র্যাশ করার জন্যই এই পরিষেবাগুলো স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রায় ঘণ্টাখানের জন্য পরিষেবা বন্ধ থাকার পর সন্ধ্যা ৭টা নাগাদ ধীরে ধারে তা স্বাভাবিক হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ