চলতি মৌসুমে অন্যতম বাজে একটি ম্যাচ পার করল ফ্রেঞ্চ লিগ ওয়ান জায়ান্ট পিএসজি। আজ ঘরোয়া লিগের ম্যাচে
অলিম্পিক লিওর কাছে তারা হেরেছে ১-০ গোলের ব্যবধানে।
লিওর বিপক্ষে ম্যাচে একাদশে চমক রেখেছিলেন টুখেল। কিলিয়ান এমবাপ্পে এবং মার্কুইনহোসদের বাইরে রেখেই একাদশ সাজিয়েছিলেন তিনি। কিন্তু তার এই কৌশল কাজে লাগেনি। পরবর্তিতে এমবাপ্পেরা মাঠে নামলেও জয় পাওয়া হয়নি দলটির।
ম্যাচের পুরো ৯০ মিনিটে পিএসজি তারকারা মাত্র ৬টি শট নিতে পেরেছিল লিওর গোলপোস্টে। এই ৬ শটের মধ্যে মাত্র একটি শট লক্ষ্যে ছিল। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে এই ম্যাচে কতটা সংগ্রাম করতে হয়েছে নেইমারদের।
ম্যাচের প্রথমার্ধে ৩৪ মিনিটের সময় পিএসজির বিপক্ষে লিওকে এগিয়ে দেয়া একমাত্র গোলটি করেছিলেন টিনো কাদেওয়ার। আর এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারক গোল হয়ে যায়।
এই হারের ফলে পয়েন্ট টেবিলে তিনে নেমে গেছে পিএসজি। ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে লিল এবং সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিও। পিএসজির পয়েন্ট ২৮। তবে তাদের টপকে যাওয়ার সুযোগ আছে মার্শেইর। ২ ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ২৭।