Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধ হলো ট্রাম্পের টুইটের লাইক-কমেন্ট অপশন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত টুইটগুলির লাইক, কমেন্ট এবং রিটুইট অপশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এছাড়া তার টুইটগুলির লিংকও শেয়ার করা যাচ্ছিল না। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা বলার ‘অপরাধে’ তার টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার। ধারণা করা হচ্ছে নির্বাচনে জালিয়াতির বিষয়ে মিথ্যা বলায় ট্রাম্পের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে টুইটার। তবে টুইটার বলছে অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের অপশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের ওই অপশনগুলি বন্ধ হয়ে গিয়েছে। পরে তা চালু করে দেওয়া হবে। তবে বিকৃত বা ভুয়া তথ্য সম্বলিত টুইটকে ফ্ল্যাগ করবে টুইটার। কোনও ইউজার ওই টুইট ব্যবহার করতে গেলে তাকে সতর্ক করবে কর্তৃপক্ষ। টুইটার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্যোশাল মিডিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ