নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এক ম্যাচে শূন্য রানে রান আউট। আরেক ম্যাচে অপরাজিত শূন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে রস টেইলরের ব্যাট হাতে করা সুযোগ ছিল সামান্যই। এই দুই ম্যাচের আগের ম্যাচটিতেই ভারতের বিপক্ষে করেছিলেন ফিফটি। তার পরও অভিজ্ঞ এই ব্যাটসম্যান জায়গা হারালেন নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নেই টেইলর। কেন উইলিয়ামসনসহ আরও কয়েকজন নিয়মিত তারকার অনুপস্থিতিতে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। পরের দুই ম্যাচে উইলিয়ামসন ফিরে তুলে নেবেন নেতৃত্বের ভার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ের মতো অনভিজ্ঞরা দারুণ পারফর্ম করেছেন। নিউ জিল্যান্ডের নির্বাচক ও সাবেক পেসার গ্যাভিন লারসেন জানান, উঠতি ক্রিকেটারদের দুর্দান্ত ফর্মের কারণেই মূলত বাদ পড়েছেন টেইলর, ‘আমরা রোমাঞ্চিত যে গ্লেন ও ডেভন তাদের সুযোগ কাজে লাগিয়েছে আগের সিরিজে। আবারও ওদেরকে সুযোগ দিতে চাই আমরা। স্বাভাবিকভাবেই ধারণা করতে পারেন, রসের মতো ধারাবাহিক এক পারফর্মারকে বাদ দেওয়া কতটা কঠিন সিদ্ধান্ত ছিল আমাদের জন্য। তবে অন্যদের দারুণ মান ও ফর্মের কারণে দুর্ভাগ্যজনকভাবে আমরা রসের জন্য কোনো জায়গা বের করতে পারিনি এই স্কোয়াডে।’
দলে নতুন মুখ পেসার জ্যাকব ডাফি। গত মৌসুমে ফোর্ড ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেট নেওয়ার পর কদিন আগে নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুই ইনিংসে তিনি নিয়েছেন ৬ উইকেট। তবে ২৬ বছর বয়সী পেসার আছেন শুধু প্রথম ম্যাচের দলে। দ্বিতীয় ম্যাচ থেকেই উইলিয়ামসন ছাড়াও নিউজিল্যান্ড ফিরে পাচ্ছে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যারিল মিচেল ও কাইল জেমিসনকে। চোটের কারণে দলে নেই দুই ফাস্ট বোলার লকি ফার্গুসন ও হামিশ বেনেট।
সিরিজের ম্যাচ তিনটি হবে ১৮, ২০ ও ২২ ডিসেম্বর।
১ম ম্যাচের দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, মার্টিন গাপটিল, স্কট কুগেলাইন, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
পরের ২ ম্যাচের দল : কেন উইলিয়ামস (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, স্কট কুগেলাইন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।