Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে পাথরের ট্রাকে ফেনসিডিল

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : র‌্যাব-৫ রাজশাহীর একটি দল গতকাল সকালে পুঠিয়ায় একটি পাথরবাহী ট্রাকে তল্লাশি করে ৮৯২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো, নগরীর শাহমখদুম থানার ভুগরইল এলাকার তসলিমের ছেলে সোহেল রানা (২৬), নগরীর বড়বনগ্রাম এলাকার আব্দুস সালামের ছেলে নূর মোহাম্মদ (১৮) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মঞ্জুর হোসেনের ছেলে লাল মাহমুদ (৪০)।
র‌্যাব সূত্র জানায়, ফেনসিডিল বহনকারী একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার খবর পেয়ে স্কোয়াড্রন লীডার কে বি এম মোবাশ্বের রহিমের নেতৃত্বে র‌্যাবের অপারেশন দল ট্রাকটি সনাক্ত করে এবং এর পিছু নেয়। পরে রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে র‌্যাব সড়কের ওপর ট্রাকটির গতি রোধ করে। ট্রাক তল্লাশী করে ৮৯২ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৪৮৫ সেফটি পাথরসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহীতে পাথরের ট্রাকে ফেনসিডিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ