Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহবান গুতেরেসের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘কোভিড-১৯ মহামারি বৈশ্বিক সংহতি ও বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে এবং এটিকে মৌলিক পরিবর্তনের সুযোগে পরিণত করতে হবে।’ নোবেল শান্তি পুরস্কার ফোরামে গতকাল শুক্রবার এ কথা বলেন জাতিসংঘের মহাসচিব। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে। ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে দেওয়া ভিডিওবার্তায় জাতিসংঘের মহাসচিব বলেন, ‘কোভিড-১৯ সংকট মানব সংহতির প্রয়োজনীয়তা আমাদের সামনে তুলে ধরেছে এবং যে হুমকি সবার জন্য, তা আমরা সবাই মিলেই সমাধান করতে পারি।’ নোবেল আলোচনায় মহামারির পরে বহুপক্ষীয়তা ও বিশ্ব পরিচালনার ওপর আলোকপাত করা হয়, যা পৃথিবীর প্রায় সব দেশকেই প্রভাবিত করেছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক এ পরিণতির কারণে বিশ্ব বিগত ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় বৈশ্বিক মন্দার মুখোমুখি এবং দারিদ্র্যের মাত্রা চরমে পৌঁছেছে। চলমান এমন পরিস্থিতিতে ‘রিসেট’ করার আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, ‘আমরা চাইলেই আগের জায়গায় ফিরে গিয়ে এই সংকট মোকাবিলা করতে পারব না। আমাদের আরো আন্তর্জাতিক সহযোগিতা ও শক্তিশালী আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরকার।’ চীনে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রায় এক বছর পার হয়েছে। গুতেরেস বলেন, ‘দেশগুলো একটি সাধারণ শত্রুর মুখোমুখি হলেও, এটি মোকাবিলার ক্ষেত্রে তারা কোনো যৌথ উদ্যোগ গ্রহণ করেনি। তিনি আরো বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রেও আমরা একই ঘটনা ঘটতে দিতে পারি না, এটিকে অবশ্যই জনসাধারণের পণ্য হিসেবে গণ্য করতে হবে।’ গুতেরেস এ সংকটকালীন সময়ে যে নীতিগুলো বাস্তবায়নে জোর দিয়েছিলেন তা পুনর্ব্যক্ত করেছেন। করোনাভাইরাসকে মহামারি ঘোষণার পরপরই বিশ্বব্যাপী যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধবিরতির আহবান জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব। যুদ্ধ নয়, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মনোনিবেশ করার আহবান জানান তিনি। মহামারি ছাড়াও বৈশ্বিক উদ্বেগের নানা ক্ষেত্র চিহ্নিত করেছেন গুতেরেস, যেগুলো সমাধানের জন্য বৃহত্তর বৈশ্বিক সহযোগিতা এবং সংহতি প্রয়োজন। এএফপি, ইউএনবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুতেরেস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ