মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্ষমতা ছাড়ার আগে পাঁচ আসামির মৃত্যুদন্ড কার্যকর করতে চান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এদের মধ্যে চার জনই কৃষ্ণাঙ্গ। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে ব্র্যান্ডন বার্নার্ড নামে একজনের প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। বার্নার্ড শেষ মুহূর্তে ক্ষমা প্রার্থনা করলেও সুপ্রিমকোর্ট তা নাকচ করে দেন। এছাড়াও শুক্রবারও যুক্তরাষ্ট্রে আলফ্রেড বুর্জোয়াস নামের আরেকজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। ২০ বছর আগে এক কন্যা শিশুকে হত্যার দায়ে বুর্জোয়াসের মৃত্যুদন্ড কার্যকর হলো। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরিবর্তন হওয়ার অন্তর্র্বতী সময়ে মৃত্যুদন্ড কার্যকর না করার ‘সৌজন্য’ চলে আসছে ১৩০ বছর ধরে। জানা গেছে, আগামী জানুয়ারি মাসের ২০ তারিখেই ক্ষমতার পালাবদল হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন জো বাইডেন। অর্থাৎ আগামী এক মাসের মধ্যেই বাকি তিন আসামির মৃত্যুদন্ড কার্যকর করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।