মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে বলে জানিয়েছে রাশিয়া। গত এক দশকের মধ্যে এই প্রথম ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়া অংশ নিতে যাচ্ছে দেশটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তারা বলছে, পাকিস্তানের করাচি বন্দরনগরীর কাছে আগামী ফেব্রুয়ারি মাসে ন্যাটো জোটের অংশগ্রহণে আমান-২০২১ নামে জলদস্যু বিরোধী একটি মহড়া অনুষ্ঠিত হবে। সেখানে নৌবাহিনীর সদস্যদের পাঠাবে মস্কো। ৩০ জাতির এই মহড়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তুরস্ক, জাপান এবং চীনের নৌবাহিনীও যোগ দেবে। সবশেষ ২০১১ সালে স্পেনের পানিসীমায় ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল রাশিয়া। রাশিয়া ও ন্যাটো জোটের মধ্যে ব্যাপক সামরিক উত্তেজনা চলছে। এমনকি তার দোরগোড়ায় ন্যাটো বাহিনী সামরিক শক্তি বৃদ্ধি করছে বলেও প্রায়ই অভিযোগ করে রাশিয়া। এমতাবস্থায় এই অস্বাভাবিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে ন্যাটো জোটের মুখপাত্র ওয়ানা লুঙ্গেস্কু বলেছেন, রাশিয়ার সঙ্গে আমাদের প্র্যাকটিক্যাল সহযোগিতা স্থগিত রয়েছে। ফলে রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সামরিক মহড়ার কোনও পরিকল্পনা নেই। কিন্তু কোনও একটি দেশ যদি আসন্ন এই মহড়ায় যোগ দিতে চায় তবে সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত। উল্লেখ্য, ২০১৪ সালে ক্রাইমিয়া উপদ্বীপকে নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া। এর ফলে ইউক্রেনের সঙ্গে সংকট মারাত্মক আকার ধারণ করে। এর ধারাবাহিকতায় ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গেও রাশিয়ার সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। আল-জাজিরা, মস্কো টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।