মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তির পরপরই মরক্কোর কাছে এক বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই দেশটির কংগ্রেসে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরক্কো-ইসরাইল সম্পর্কোন্নয়ন চুক্তির প্রশংসা করার পরপরই প্রথমবারের মতো অস্ত্র বিক্রির খবর প্রকাশ করে রয়টার্স। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে জানিয়েছে, মরক্কোকে চারটি ড্রোন এবং লেজার নিয়ন্ত্রিত গোলাবারুদ দেয়ার কথা যুক্তরাষ্ট্রের। কোনও দেশের কাছে অস্ত্র বিক্রির আগে কংগ্রেসের অনুমতি নিতে হয় মার্কিন প্রশাসনকে। বিষয়টি পুনর্ম‚ল্যায়ন করে অস্ত্র বিক্রি আটকে দেয়ার ক্ষমতা রয়েছে কংগ্রেসের। তবে মরক্কোর ক্ষেত্রে তেমন কিছু ঘটবে না বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কোন্নয়ন চুক্তিতেও এধরনের অস্ত্র বিক্রির শর্ত ছিল। চুক্তি অনুসারে, মধ্যপ্রাচ্যের দেশটির কাছে ২৩ বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ বিক্রির কথা যুক্তরাষ্ট্রের। তবে ইয়েমেন ও লিবিয়া যুদ্ধে জড়িত আমিরাতের কাছে বিপুল পরিমাণ এই সমরাস্ত্র পৌঁছালে তা বেসামরিক মানুষদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে দাবি করে এর প্রতিবাদ জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। চুক্তি বাতিলের দাবি জানান কয়েকজন সিনেটরও। তবে চলতি সপ্তাহেই সিনেটের ভোটিভুটিতে হেরে গেছে আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বাতিলের সেই প্রচেষ্টা। আরব বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে মরক্কো। এর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ফিলিস্তিনিদের দাবি পূরণ হওয়ার আগেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। রয়টার্স, ব্লুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।