Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিন্স টিশার্ট চটি নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সরকারি কর্মচারীদের জন্য বিশেষ পোশাকের নীতিমালা চালু করল ভারতের মহারাষ্ট্র সরকার। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের কী পরা যাবে এবং যাবে না তা নিয়ে নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, স্থায়ী, চুক্তিভিত্তিক কোনও সরকারি কর্মচারীই জিন্স, টি শার্ট পরে অফিসে যেতে পারবেন না। মহারাষ্ট্র সরকার মনে করে, পোশাকের ক্ষেত্রে শৃঙ্খলা প্রয়োজন। তা নাহলে কর্ম পরিবেশ থাকে না। পুরুষদের জন্য বলা হয়েছে, শার্ট ও ফরমাল প্যান্ট পরতে হবে। পায়ে চটি পরা যাবে না। ঢাকা জুতো বা স্যু পরতে হবে। নারীরা শাড়ি, সালোয়ার বা প্যান্ট-শার্ট পরতে পারেন। সপ্তাহে একদিন শুক্রবার খাদির পোশাক পরা বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র সরকার। দেশীয় পণ্যের বিপননের জন্যই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও উগ্র ছাপা জামা পরে অফিসে যাওয়া যাবে না। রুচিশীল পোশাক পরে কর্মস্থলে যেতে হবে। এ নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন, এই নির্দেশিকা চাপিয়ে দেওয়া। সরকারি কর্মচারীদের কখনোই সরকার এই ধরনের বাধ্যবাধকতা দিতে পারে না। আবার কেউ কেউ মনে করছেন, যে কোনও কর্পোরেট সেক্টরের নিয়ম হচ্ছে ফরমাল পোশাক পরা। তাতে কর্মীদের মধ্যেও একটা সৌন্দর্য থাকে। দ্য ওয়াল, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিন্স-টিশার্ট-চটি-নিষিদ্ধ

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ