মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনাভাইরাসের টিকা আশার আলো দেখাতে শুরু করেছে বিশ্বময়। ইতোমধ্যে দুটি টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি পেয়েছে এবং সেগুলো বেশ কার্যকর। আর এই টিকার প্রয়োগও শুরু হয়েছে। কিন্তু শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যে তথ্য প্রকাশ করেছে সেটা শঙ্কিত হওয়ার মতোই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গেল ছয় সপ্তাহে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের তুলনায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার হু’র মহা-পরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়াইসুস বলেছেন, ‘টানেলের শেষ প্রান্তে আমরা আলো দেখতে শুরু করেছি। কিন্তু এমন সময়ে আমরা নতুন নতুন চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছি। আর তাতে করে টানেলের শেষ প্রান্তে যে আলো দেখতে পাচ্ছি, সেটা উজ্জ্বল হয়ে জ্বলে উঠতে পারছে না। গেল ছয় সপ্তাহে সাপ্তাহিক মৃত্যুর হার গড়ে প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার অধিকাংশ অবশ্য ইউরোপ ও আমেরিকায়।’ তিনি আরো জানিয়েছেন এই সময়ে ইউরোপ জুড়ে করোনার সংক্রমণ বেড়েছে প্রায় শতভাগ। বেড়েছে মৃত্যু হারও। এদিকে, মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী এ পর্যন্ত ৩২ কোটি স্কুল বন্ধ হয়েছে। তার মধ্যে গেল এক মাসেই বন্ধ হয়েছে ৯ কোটি। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্ক) এমনই পরিসংখ্যান প্রকাশ করেছে। অনেক দেশে শিশুরা করোনার কারণে ৯ মাসেরও অধিক সময় ধরে স্কুলে যেতে পারছে না। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস ইউনেস্কোর বরাত দিয়ে শুক্রবার (১১ ডিসেম্বর) বলেছেন, ‘আমরা জানি করোনাভাইরাসে শিশুরা কম আক্রান্ত হয়, কম ভোগে। তবে কোটি কোটি শিশুরা করোনার অন্য প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। বিশেষ করে তাদের শিক্ষায় ব্যঘাত ঘটেছে। ইউনেস্কোর বিশ্বব্যাপী সংগৃহীত তথ্য থেকে জানা গেছে প্রতি ৫ জন শিশুর একজনের স্কুল করোনার কারণে বন্ধ হয়েছে। ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী ৩২০ মিলিয়ন তথা ৩২ কোটি স্কুল বন্ধ হয়েছে। তার মধ্যে গেল এক মাসেই বন্ধ হয়েছে ৯০ মিলিয়ন তথা ৯ কোটি স্কুল।’ ‘কোথাও কোথায় করোনার কারণে ৯ মাস ধরে স্কুলে যেতে পারছে না শিশুরা। এই যে লম্বা সময় ধরে স্কুল বন্ধ রয়েছে তাতে শিশুদের শিক্ষা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। তারা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষা এবং তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে।’ যোগ করেন তিনি। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।