Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মরক্কো-ইসরাইল সম্পর্ক প্রতিষ্ঠার নিন্দা জানাল হিজবুল্লাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ১:৫৯ পিএম

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মরক্কোর কথিত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির নিন্দা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, আরব দেশগুলো যে ইসরাইলের সঙ্গে সম্পর্ক করছে তার জন্য শিগগিরি তাদের অনুতপ্ত হতে হবে।

হিজবুল্লাহ আরো বলেছে, যারা ইসরাইল ও আমেরিকার সঙ্গে সম্পর্ক করছে তারা হতাশ হবে এবং শিগগিরি দেখবে যে, তাদের আশা অনুযায়ী তারা কিছুই পাবে না। অথচ তাদের দেশের সবকিছুই ইহুদিবাদী ইসরাইলের কাছে উন্মুক্ত হয়ে যাবে এবং ইসরাইল ভয়ংকর সব ষড়যন্ত্র করার সুযোগ পাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেন যে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছেছে মরক্কো। এর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। সেক্ষেত্রে মরক্কো চতুর্থ কোনো দেশ যারা সম্প্রতি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করল।

মরক্কোর রাজপ্রাসাদ থেকেও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা নিশ্চিত করে বলা হয়েছে, এ চুক্তির ধারায় আমেরিকা পশ্চিম সাহারা অঞ্চলে নতুন একটি কন্স্যুলেট খুলবে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিজবুল্লাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ