Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের বিরুদ্ধে প্রচার-প্রোপাগান্ডা চালাতে ১৫ বছরে ৭৫০টি ভুয়া সংবাদমাধ্যম ব্যবহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ১:০১ পিএম

ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের বিরুদ্ধে প্রচার-প্রোপাগান্ডা চালাতে গত ১৫ বছরে অন্তত ৭৫০টি ভুয়া সংবাদমাধ্যম ব্যবহার করা হয়েছে। গত বুধবার ইউরোপীয় ইইউনিয়নের ডিজইনফো ল্যাব প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে এসব তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে,  এই নেটওয়ার্কের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তবে ভুয়া খবর তৈরির জন্য এই নেটওয়ার্কটি ভারতের সবচেয়ে বড় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) সহযোগিতা নিয়েছে। গত বছর গবেষকরা ৬৫টি দেশে ২৬৫টি ভারত সমর্থিত অনলাইন পোর্টালের সন্ধান পেয়েছেন। এগুলোর সবকয়টির সঙ্গে দিল্লিভিত্তিক হোল্ডিং কোম্পানি শ্রিবাস্তব গ্রুপের (এসজি) সম্পর্ক পাওয়া গেছে।
ব্রাসেলসভিত্তিক ইইউ ডিজইনফোল্যাবের গবেষকরা জানিয়েছেন, তাদের বিশ্বাস প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে প্রচার-প্রোপাগান্ডা চালানোর উদ্দেশ্য ছিল এই নেটওয়ার্কের।
তদন্তে দেখা গেছে, ২০০৫ সালের শেষ দিকে এসজির নেতৃত্বে এই মিশন শুরু হয়। এর কয়েক মাস আগেই জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর বর্তমান কাঠামোয় প্রতিষ্ঠিত হয়েছিল। তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে, এসজির সঙ্গে জাতিসংঘের স্বীকৃত ১০টি বেসরকারি সংস্থাসহ (এনজিও) বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সম্পর্ক। এগুলোকে ভারতীয় স্বার্থ রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সমালোচনার জন্য ব্যবহার করা হতো।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেনেভায় এই গবেষণা প্রতিষ্ঠান ও এনজিওগুলো তদবির করা, বিক্ষোভ আয়োজন করা, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা এবং জাতিসংঘ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠান আয়োজনের কাজটি করতো। এমনকি তাদেরকে স্বীকৃত সংস্থাগুলোর পক্ষে জাতিসংঘে প্রায় কথা বলার সুযোগ দেওয়া হতো।’ সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রচার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ