Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘ম্যারাডোনার সঙ্গে ফুটবল কেমন উপভোগ করছো?’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

চোখের পানিতে পাওলো রসিকে স্মরণ করলেন এক সময়ের সতীর্থ ফাবিও কাপেলো। গত বৃহস্পতিবার ৬৪ বছর বয়সে মারা যান ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক, সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন বলে বিবেচিত রসি। ম্যারাডোনা ও আলেহান্দ্রো সাবেয়ার মৃত্যু শোক কাটতে না কাটতেই আসে রসির মৃত্যুর খবর। রসি যখন প্রতিশ্রুতিশীল তরুণ স্ট্রাইকার, কাপেলো তখন জুভেন্টাসের অভিজ্ঞ খেলোয়াড়। ১৯৮৫ সালে যখন রস্সি মিলানে যোগ দেন, কাপেলো তখন মিলানের যুব দলের কোচ। স¤প্রতি স্কাই স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতি মনে করলেন ৭৪ বছর বয়সী কাপেলো, ‘সেই সময় পাওলোর হাঁটুতে সমস্যা ছিল। মিলানে সে আমাদের সঙ্গে অনুশীলন করত এবং সে ছিল আক্রমণে হোসে অলতাফিনির জুটি। আমরা সবসময় হারতাম কারণ, তাদের থামানো সম্ভব ছিল না। তার গতি ও টেকনিক ছিল বিস্ময়কর।’
রসিকে এখন কী বলবেন কাপেলো? উত্তর দিতে গিয়ে অশ্রু ধরে রাখার চেষ্টা করেন ইংল্যান্ড, ইতালি ও রাশিয়ার সাবেক এই কোচ, ‘তুমি সুখি তো? ম্যারাডোনার সঙ্গে ফুটবল কেমন উপভোগ করছো? এখন করতে থাকো, কারণ আমরাও তোমাদের সঙ্গে যোগ দেব, তখন আমি তোমাকে ধাওয়া করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল-উপভোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ