Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী পালন করলো এনএসসি

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী পালন করলো জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গতকাল এনএসসি’র উদ্যোগে এবং ক্রীড়া পরিষদ কর্মচারী ইউনিয়নের সার্বিক সহযোগিতায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওমর ফারুক, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, এনএসসি সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামসুর রহমান, এনএসসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফাজ দেওয়ান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক মো. সেলিম ও মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জীবনালেখ্যর ওপর একটি প্রমাণ্যচিত্র দেখানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী পালন করলো এনএসসি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ