Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষার জন্য প্রস্তুত তাসকিন

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টি-২০ বিশ্বকাপে ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করে রিপোর্ট দিয়েছিলেন দুই ফিল্ড আম্পায়ার এস রবি এবং রড টাকার। তাদের অভিযোগ খÐন করতে পারেননি তাসকিন। টি-২০ বিশ্বকাপ চলাকালেই চেন্নাইয়ের শ্রীরামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয় তাসকিনকে এবং সেই পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের উপর নিষেধাজ্ঞাদেশ জারী হয় তার উপর। ২০১৫ বিশ্বকাপ,২০১৬ এশিয়া কাপের পর টি-২০ বিশ্বকাপেও বোলিং ধারাবাহিকতা যে ছেলেটির, সেই ছেলেটির বোলিং নিষেধাজ্ঞায় মুচড়ে পড়েছে বাংলাদেশ শিবির। আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনকে দ্রæত ফেরাতে বোলিং অ্যাকশনের ত্রæটি সারিয়ে তুলতে তার পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিশেষজ্ঞ বোলিং কোচ আকিব জাভেদকে দিয়ে করিয়েছে পরীক্ষা, বিসিবি’র বোলিং রিভিউ কমিটির পরীক্ষাও করেছেন পাস তাসকিন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে তাসকিনকে ফিরে পেতে তার বোলিং অ্যাকশন পুনঃপরীক্ষার বন্দোবস্ত করেছে বিসিবি। আগামী ৮ সেপ্টেম্বর ব্রিসবেনের ল্যাবরেটরীতে বায়ো মেকানিক্স পরীক্ষার মুখোমুখি হতে হবে তাসকিনকে, সে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি। এই সিদ্ধান্ত জেনে ব্রিসবেনে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন তাসকিন। নিষিদ্ধ অপবাদ থেকে মুক্তি পেতে ব্রিসবেনের পরীক্ষায় হতে হবে সফল, সেই পরীক্ষার পূর্ব প্রস্তুতিতে সন্তুষ্ট তাসকিন নিজেওÑ ‘নিষিদ্ধ শব্দটি শোনার পর থেকে নিজের কাছে বোঝা মনে হচ্ছে। নিষিদ্ধ শব্দটি উঠে গেলে প্রত্যেকদিনই ঈদের দিন বলে মনে হবে। পরীক্ষা দিতে যাব, তা শোনার পর ভাল লাগছে। পরীক্ষার আগে সবার মধ্যে একটু নার্ভাসনেস কাজ করবে, এটাই স্বাভাবিক। যেনো ভালোভাবে ও সহজভাবে পরীক্ষা দিয়ে আসতে পারি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের দেশের এক্সপার্টদের কাছ থেকে যে মতামত পেয়েছি, তাতে তারা সন্তুষ্ট। আমি নিজেও সন্তুষ্ট।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষার জন্য প্রস্তুত তাসকিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ