Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়ো বেইতিয়ার ইতিহাস

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মেয়েদের হাই জাম্পে স্বর্ণ জিতেছেন স্পেনের রুত বেইতিয়া। অলিম্পিকের অ্যাথলেটিক্সে মেয়েদের কোনো ইভেন্টে এটাই দেশটির প্রথম সোনালী পদক। অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি বয়সেও এই ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন বেইতিয়া (৩৭)। বেইতিয়া এথেন্স অলিম্পিকে ১৬তম, বেইজিংয়ে সপ্তম ও লন্ডনে চতুর্থ হয়েছিলেন। তবে বয়সকে জয় করে ঠিকই সর্বোচ্চ সাফল্য পেলেন এই অ্যাথলেট। বেইতিয়ার মতোই সর্বোচ্চ ১.৯৭ মিটারের বাধা টপকেছেন বুলগেরিয়ার মিরেলা দেমিরেভা, ক্রোয়েশিয়ার বøানকা ভøাসিচ ও যুক্তরাষ্ট্রের শনটি লৌ। তবে সবচেয়ে কম প্রচেষ্টায় এই উচ্চতা পার হয়েছেন বলে সোনা জেতেন বেইতিয়া। এত বেশি বয়সেও সোনা জিততে পেরে উচ্ছ¡সিত বেইতিয়া বলেন, ‘আমি খুশি। কখনও ভাবিনি আমি লন্ডনের পর আবার অলিম্পিকে প্রতিযোগিতা করবো। আমার স্বপ্ন বাস্তব হলো।’ দেমিরেভা রুপা ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভøাসিচ ব্রোঞ্জ জেতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুড়ো বেইতিয়ার ইতিহাস

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ