Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপেক্ষা ফুরালো যুক্তরাষ্ট্রের

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সবাইকে অবাক করে দিয়ে রিও অলিম্পিকের ছেলেদের এক হাজার ৫০০ মিটার দৌড়ের সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাথিউ সেন্ট্রুইটস। ১৯০৮ সালের পর এই প্রথম ইভেন্ট থেকে স্বর্ণ পদক পেল যুক্তরাষ্ট্র। গত তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বেইজিং অলিম্পিকের স্বর্ণ জয়ী কেনিয়ার আসবেল কিপরপ ছিলেন এই ইভেন্টে ফেভারিট। কিন্তু সবাইকে ছাড়িয়ে ৩ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন ম্যাথিউ। দুই বার দেড় হাজার মিটারে অলিম্পিক চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি সেব্যাশ্চ্যান কো ম্যাথিউর গলায় সোনার পদক পরিয়ে দিয়ে বলেন, ‘(১ হাজার ৫০০ মিটারের) ক্লাবে স্বাগতম।’ আলজেরিয়ার তাওফিক মাখলুফি রুপা ও নিউজিল্যান্ডের নিক উইলস ব্রোঞ্জ জেতেন। এ বছরের সবচেয়ে দ্রæততম টাইমিংয়ের মালিক কিপরপ শেষ ল্যাপে গতি হারিয়ে হন ষষ্ঠ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপেক্ষা ফুরালো যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ