মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্ষুধার মহামারি করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। বৃহস্পতিবার অনলাইনে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে সংস্থার প্রধান এই সতর্কবার্তা দিয়েছেন।
ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিজলে বলেছেন, ‘অনেক বেশি যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, ক্ষুধাকে রাজনৈতিকভাবে ব্যবহার, সমরাস্ত্র এবং একটি বৈশ্বিক স্বাস্থ্য মহামারি সবকিছুকে তাৎপর্যপূর্ণভাবে আরো খারাপের দিকে নিয়ে যাবে, ২৭ কোটি মানুষ অনাহারের দিকে ধাবিত হচ্ছে।’
তিনি বলেন, ‘তাদের প্রয়োজনগুলো চিহ্নিত করতে না পারার ব্যর্থতা একটি ক্ষুধা মহামারির দিকে নিয়ে যাবে, যেটি কোভিডের প্রভাবকে ছাড়িয়ে যাবে।
‘যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার বন্ধে’ অবদান রাখায় গত ৯ অক্টোবর ডব্লিউএফপিকে শান্তিতে নোবের পুরস্কার দেওয়া হয়। ১৯৬১ সালে গঠিত জাতিসংঘের এই অঙ্গ সংগঠনটি প্রতি বছর কোটি কোটি মানুষের কাছে খাদ্য পৌঁছে দেয়। ২০১৯ সালে সংস্থাটি বিশ্বজুড়ে ৯ কোটি ৭০ লাখ মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছিল। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।