Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রাতের আধারে ভারতে পাড়ি

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ৯:২৭ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে প্রদীপ চন্দ্র ভৌমিক নাতে এক মুদি দোকানদার হাওলাতের কথা বলে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে স্ত্রী পুত্র পরিবারসহ রাতের আধারে ভারতে পাড়ি জমিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ মর্মে গত ৬ ডিসেম্বর সরিষাবাড়ী থানায় একটি সাধারন ডাইরী করেছে সরিষাবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাব রেজিষ্ট্রি অফিসের ষ্ট্যাম্প ভেন্ডার সোহেল রানা। জানা গেছে, সরিষাবাড়ী আরাম নগর বাজারের সংখ্যা লঘু পরিবারের প্রদীপ চন্দ্র ভৌমিক আরাম নগর বাজার সংলগ্ন মন্ডল মোড়ে কাউন্সিলর সোহেল রানার আবাসিক ভবনের একটি রুম রাস্তা সংলগ্ন একটি দোকান নভেম্বর/২০১৮ ইং সন থেকে ভাড়া নেয়। স্থানীয় ৫০ থেকে ৬০ জন লোকের নিকট থেকে প্রদীপ চন্দ্র ভৌমিক দোকানে মালামাল উঠানোর কথা বলে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা ধার (কর্জ) নেয়। ব্যবসার পাশাপাশি প্রদীপ চন্দ্র ভৌমিক সুদের ব্যবসার সাথেও জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গত ৫ নভেম্বর/২০ গভীর রাতে সবার চোখ ফাঁকি দিয়ে দোকানের যাবতীয় মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন জনের ৩০ লক্ষ টাকা নিয়ে সরিষাবাড়ী থেকে চলে যায়। দোকান ও বাসাবাড়ী মালিক কাউন্সিলর সোহেল রানা সহ এলাকার লোকজন সেই থেকে তার খোজে আছে। খোজাখুজি অব্যাহত থাকলেও সকলের ধারনা প্রদীপ চন্দ্র ভোমিক ভারতে পাড়ি জমিয়েছে। এদিকে সরিষাবাড়ীর আরাম নগর বাজারসহ সাতপোয়া গ্রামের প্রায় অর্ধশত লোক প্রদীপ চন্দ্রকে টাকা হাওলাৎ (ধার) দিয়ে তাদের মাথায় হাত পড়ায় দিশেহারা অনেকেই। বাড়ী ও দোকান মালিক কাউন্সিলর সোহেল রানা বলেন, প্রথম দিকে আমার ভাড়াটিয়া প্রদীপ চন্দ্র ভৌমিক সবার সাথে আন্তরিকতার সহিত কাজকর্ম ও চলাফেরা করত। এমন ভাবে যে সে সবার সাথে প্রতারনা করে ধোকা দিয়ে চলে যাবে এমনটি আশা কেউ করেনি। আমি নিজেও তার কাছে বাসা ও দোকান ভাড়া ছাড়াও ৫০ হাজার টাকা পাওনা আছি। এদিকে সম্প্রতি কিছুদিন আগে সরিষাবাড়ীর শিমলা বাজার ও আরামনগর বাজার থেকে বেশ কয়েকজন সংখ্যা লঘু রাতের আধারে গোপনে ভারতে পাড়ি জমিয়েছে। সবারই ধারনা প্রদীপ চন্দ্র ভৌমিকও তাদের মত ভারতে চলে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাকা

২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ