নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে ও বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার। এদিন বিকেল ৩টায় পল্টন ময়দানে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এফসি ইউনাইটেড ফেনী ও সাতক্ষীরার ওয়ারিয়র স্পোর্টস একাডেমি।
এর আগে বুধবার পল্টন ময়দানে টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে ফেনী ৩-০ গোলে সাতক্ষীরার শ্যামনগর ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের ওমর ফারুক জাহিদ হ্যাটট্রিক করে ম্যাচ সেরার পুরস্কার পান। একই মাঠে দ্বিতীয় সেমিতে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ৩-০ গোলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠে। জোড়া গোল করে ম্যাচ সেরা হন বিজয়ী দলের হারুন অর রশিদ। অপর গোলটি করেন সামিউল হাসান।
গত ৩ ডিসেম্বর পল্টন ময়দানে শুরু হয় বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা। আসরে ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।