Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফার (রহ.) রয়েছে অসামান্য অবদান’

হাটহাজারী মাদ্রাসায় সেমিনারে আল্লামা জুনাইদ বাবুনগরী

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১০:২৬ এএম

বুধবার হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর হাদীস গবেষণা বিভাগের'হাদীস শাস্ত্রে ইমাম আযম আবু হানিফা রহঃ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর,হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সচিব ও শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন,ইমাম আবু হানিফার গুণের কথা বলতে অনেক।তিনি ছিলেন একাধারে ফকিহ,মুজতাহিদ এমনকি তিনি ইলমুল হাদীস ও ইলমুল জরহে ওয়াত তা'দীলেরও ইমাম ছিলেন।অনেকে ইমাম আবু হানিফাকে অনেকে মুজতাহিদ হিসেবে মানলেও মুহাদ্দিস হিসেবে মেনে নিতে চান না।তিনি গত কাল বুধবার রাত ১১ টার দিকে সেমিনারে ছাত্রদের উদ্দেশ্যে বলেন,আপনারা তাঁর জীবনী নিয়ে গবেষণা আরও বাড়িয়ে দিন।তাঁর অন্যান্য ফাজায়িল মানাক্বিব গুলোর সাথে তিনি যে ইলমে হাদীসেরও ইমাম ছিলেন তা আপনাদেরকেই প্রমাণ করতে হবে।মুতাশাদ্দিদীনগণ ইমাম আবু হানিফা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা জাতিকে জানানো আপনাদের দায়িত্ব।উলামায়ে দেওবন্দ এবং উলামায়ে হাটহাজারী বিশ্বব্যাপী হানাফী মাযহাবের প্রচার প্রসারে যে ভূমিকা রেখেছেন তার ধারাবাহিকতা আপনাদেরকেই রক্ষা করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মুহাদ্দিস মুফতী জসীমুদ্দীন আনসারী,সিনিয়র শিক্ষক যথাক্রমে ড. নুরুল আবছার আজহারী,মুফতী আব্দুল্লাহ নাজীব,মাওলানা আনোয়ার শাহ আজহারী।

এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা সালীম,মাওলানা মুহাম্মদ,মাওলানা আবদুল কাদের,মাওলানা উছামা নাজীদ।

মাওলানা মুহাম্মদুল্লাহ,মাওলানা জামীল ইকবাল ও মাওলানা সালমান মারুফ এর যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন মাওলানা মুহিউদ্দীন,মাওলানা আবু ইউসুফ,মাওলানা হেমায়েতুল্লাহ,মাওলানা আমীনুল ইসলাম,মাওলানা আব সাঈদ,মাওলানা শামসুদ্দীন,মাওলানা মুহসিন উদ্দীন,মাওলানা হিযবুল্লাহ ও মাওলানা নোমান প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লামা বাবুনগরী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ