Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর রিমান্ডে চার আসামি

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

কুষ্টিয়ায় বহুল আলোচিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দায়ের মামলায় গ্রেফতার চার আসামির রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট (দৌলতপুর আমলী আদালত) আদালতে শুনানি শেষে বিচারক এনামুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এতে দুই মাদরাসা ছাত্র আবু বক্কর মিঠন (১৯) ও সবুজ ইসলাম নাহিদের (২০) পাঁচ দিন এবং দুই শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার আসামিদের আদালতে উপস্থাপন করে দুই ছাত্রের ১০ দিন ও দুই শিক্ষকের ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে ভাঙচুরেজড়িত দুই মাদরাসা ছাত্রকে গ্রেফতার করা হয়। ওই দুই ছাত্রকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগে একই মাদরাসার দুই শিক্ষককেও গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাস্কর্য

২০ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ