মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ত্রাণ তৎপরতায়ও যোগ দিচ্ছে চীনা বাহিনী। আন্তর্জাতিক সংকটে প্রকাশ্য হচ্ছে বেইজিংয়ের ভূমিকা
ইনকিলাব ডেস্ক : সিরীয় সেনা-সদস্যদের উচ্চতর সামরিক প্রশিক্ষণ দিতে যাচ্ছে চীন। এ বিষয়ে প্রাথমিক আলোচনাও করেছে বেইজিং এবং দামেস্ক। এছাড়া সিরিয়ায় মানবিক ত্রাণ তৎপরতাও চালাবে চীনের সেনাবাহিনী। চীনা সেনাবাহিনী গণমুক্তি ফৌজের (পিএলএ) একজন উচ্চপদস্থ কর্মকর্তাই এ তথ্য দিয়েছেন। জানা গেছে, সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন চীনা সেনাবাহিনীর কেন্দ্রীয় সামরিক কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা দফতরের পরিচালক গুয়ান ইউফেই। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ জাসিম আল-ফারেজির সঙ্গে আলোচনা করার জন্য তিনি দামেস্কে গিয়েছিলেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। আলোচনায় সিরীয় সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, দামেস্কের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক চাইছে বেইজিং। সিরীয় সেনাদের প্রশিক্ষণ দেয়ার এবং সিরিয়ায় চীনা সামরিক বাহিনীর মানবিক ত্রাণ দেয়ার বিষয়ে গুয়ান এবং আল-ফারেজির মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানানো হয়েছে। অবশ্য এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। এই সফরকালে দামেস্কে অবস্থিত রুশ জেনারেলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন গুয়ান। প্রসঙ্গত, চীন অনেকদিন ধরেই সিরিয়ায় তৎপর রয়েছে। অবশ্য এখন খোলামেলাভাবে এই তৎপরতা দেখানোর সময় এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন। উল্লেখ্য, বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধির দেশ চীন সাধারণত কোনো আন্তর্জাতিক ইস্যুতে সামরিকভাবে সম্পৃক্ত হয় না। সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে চীনের বহির্বিশ্বের তৎপরতা। কিন্তু পরিস্থিতি বদলেছে। চীন এতদিন সিরিয়ায় গোপনে তৎপরতা চালালেও এবার আর রাখঢাক না করে সরাসরি সামরিকভাবে সম্পৃক্ত হচ্ছে সিরীয় সংকটের সাথে। সিরীয় সেনাদের প্রশিক্ষণ প্রদানের মধ্যদিয়েই এমন উদ্যোগের বাস্তাবায়ন দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সিনহুয়া, স্পুটনিক, আরটি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।