মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের সিট্রোনেল শহরের একটি বাড়িতে এক গর্ভবতী নারীসহ পাঁচজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মিসিসিপি অঙ্গরাজ্যের সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত শনিবার জানিয়েছে পুলিশ। ওই বাড়ি থেকে পুলিশ চার মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে বলে জানিয়েছে স্থানীয় মোবাইল কাউন্টি কর্তৃপক্ষ। হত্যাকান্ডে আগ্নেয়াস্ত্র ছাড়াও অন্য কয়েক ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন মোবাইল কাউন্টি শেরিফ দপ্তরের ক্যাপ্টেন পল ব্রুচ। তবে অস্ত্রগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানিয়েছে, লাশ উদ্ধারের কয়েক ঘন্টার পর নিজ রাজ্য মিসিসিপিতে ডেরিক রায়ান ডিয়ারম্যান নামে ২৭ বছর বয়সী এক ব্যক্তি আত্মসমর্পণ করেছেন। তার সঙ্গে নিহতদের সম্পর্ক বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স জানিয়েছে, ডিয়ারম্যান মিসিসিপির গ্রিন কাউন্টি শেরিফ দপ্তরে গিয়ে ওই পাঁচজনকে হত্যার কথা স্বীকার করে। সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মোবাইল কাউন্টি শেরিফ দপ্তর। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।