পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সিন্ডিকেট। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ১০-১২-২০১৮ তারিখে বিশ্ববিদ্যালয়ে আগত মোহাম্মদ শামীম রহমান, ১৮-০২-২০১৯ তারিখে বাংলাভিশনের সংবাদ উপস্থাপিকা, ০২-১২-২০১৯ তারিখে জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক্সের স্বত্ত্বাধিকারী মো: আকবর আলী, ০২-১২-২০১৯ তারিখে মো. আব্দুর রাজ্জাকের দায়েরকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১০ক (২) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
তবে এই বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি জীবিকানির্বাহত ভাতা পাবেন বলে অফিস আদেশে জানানো হয়।
প্রসঙ্গত, দীর্ঘ দিন থেকেই বিতর্কিত নানা কর্মকান্ডের কারণে তিনি আলোচিত ও গণমাধ্যমে শিরোনাম হয়েছিলেন। তার নানা অপকর্ম নিয়ে ৩০টির বেশি অভিযোগ জমা পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এর মধ্যে পূর্বের কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল প্রশাসন। বাকি অভিযোগ গুলো তদন্তাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।