Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে ৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানে রিখটার স্কেলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের উত্তর উপকূলে শনিবার এ ভূকম্পন হয়। মিয়াকো শহর থেকে ১৬৭ কিলোমিটার দূরে ভূকম্পনের কেন্দ্র চিহ্নিত হয়েছে। জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে বিশাল অঞ্চল কেঁপে উঠলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। ফুকুশিয়ামার দক্ষিণে ইবারাকি প্রিফেকচারের উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হওয়ার একদিন পর শনিবার আবার কেঁপে উঠল জাপান। ২০১১ সালের ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র। এর তেজস্ক্রিয়তায় আজো ভুগছে জাপানিরা। তবে শুক্রবারের ভূমিকম্পে সেখানে নতুন কোনো সমস্যা হয়নি। চারটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে জাপানের অবস্থান। এর ফলে প্রতিবছর অসংখ্য ভূমিকম্প হয় দেশটিতে। কিন্তু জাপানে ভবন নির্মাণের কঠোর আইন এবং তা বাস্তবায়ন হওয়ায় বড় বড় ভূমিকম্পেও সেখানে ক্ষয়ক্ষতি হয় সামান্য। ২০১১ সালে সাগরতলের শক্তিশালী ভূমিকম্পে সুনামি হয়। জাপানের উত্তর উপকূল প্লাবিত হয়ে হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে যায়। মারা যায় ১৮ হাজার মানুষ। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তিনটি চুল্লি গলে যায় এবং যার তেজক্রিয়তায় এখনো ভুগছে মানুষ। এপ্রিল মাসে জাপানের কুমামাতো প্রিফেকচারে পর পর দুটি ভূমিকম্প হয়। এতে নিহত হয় ৫০ জন এবং বেশ ক্ষয়ক্ষতি হয়। ওই দুটি ভূমিকম্পের পর একের পর এক ১৫০ বারেরও বেশি পরাঘাত (আফটার শক) হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপানে ৬ মাত্রার ভূমিকম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ