মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হুমকি উপেক্ষা করে হাসাকেহর আকাশে সিরীয় বিমান
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে কুর্দি নিয়ন্ত্রিত হাসাকেহর আকাশে উড়েছে সিরীয় জঙ্গি বিমান। গত শনিবার ভোরে সিরীয় সরকারের যুদ্ধবিমানগুলো হাসাকেহ নগরীর আকাশে উড়তে দেখা গেছে বলে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে। ওই এলাকায় কর্মরত মার্কিন সামরিক উপদেষ্টাদের ঝুঁকির মুখে ফেলতে পারে এমন যে কোনো ধরনের নতুন হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সতর্কবাণী সত্ত্বেও সিরীয় বিমান সেখানে উড়েছে। ওই নগরীর বেশিরভাগ এলাকা কুর্দিদের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগের দিন শুক্রবার দ্বিতীয় দিনের মতো সিরিয়ার সরকারি বাহিনী দেশটির উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি বাহিনীর ওপর বিমান হামলা চালায়। এর পাল্টা ব্যবস্থা হিসাবে কুর্দি বাহিনীর সঙ্গে কর্মরত যুক্তরাষ্ট্রের সামরিক উপদেষ্টাদের জীবন রক্ষা করতে জঙ্গিবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, নগরীতে গত শুক্রবার রাতে ব্যাপক সংঘর্ষ, কামানের গোলা নিক্ষেপ ও রকেট হামলা হয়েছে এবং সকালেও তা অব্যাহত ছিল। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত শনিবার বিমান থেকে কোনো হামলা চালানো হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে বিমানগুলো সারারাত আকাশে চক্কর দিয়েছে। অবশ্য স্থলযুদ্ধে ভারি গোলা বিনিময় হয়েছে। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, জোটের উপদেষ্টাদের রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব এবং তারা ঝুঁকির মধ্যে পড়তে পারে এমন কর্মকা- না চালানোর জন্য সিরিয়া সরকারকে পরামর্শ দেব। এএফপি, বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।