Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভূমধ্যসাগর থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভূমধ্যসাগরে অবস্থানকারী যুদ্ধজাহাজ থেকে প্রথমবারের মতো সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গত শুক্রবার আলেপ্পোর নিকটবর্তী এলাকায় ওই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের বিমান ঘাঁটি থেকে রাশিয়ার বিমান হামলা শুরুর কয়েকদিনের মধ্যেই এই ক্রুজ মিসাইল হামলা রাশিয়ার সিরিয়া অভিযানে নতুন মাত্রা যোগ করল। ভূমধ্যসাগরে অবস্থানকারী যুদ্ধজাহাজ থেকে এবারই প্রথম সিরিয়ায় ক্রুজ মিসাইল হামলা চালানো হলো। এর আগে কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় ক্রুজ মিসাইল ছুড়েছিল রাশিয়া। আর গত মঙ্গলবার থেকে ইরানের হামেদান বিমান ঘাঁটি থেকে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জঙ্গি সংগঠন জাবাথ ফাতেহ আল-শামের অবস্থান লক্ষ্য করে ওই ক্রুজ মিসাইল হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এই জঙ্গি সংগঠনটি এর আগে নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমধ্যসাগর থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ