Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘কারচুপি’ যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করেছে : ট্রাম্প

মার-এ-লাগোতে ফিরছেন ট্রাম্প দম্পতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

মুখে নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরাজয়ও স্বীকার করেননি। কিন্তু ভিতরে ভিতরে তিনি ও তার পরিবার ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার-এ-লাগো বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। সেখানে ছেলে ব্যারোনকে কোথায় ভর্তি করাবেন সে বিষয়ে অনুসন্ধান করছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ স‚ত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন পিপল। এতে বলা হয়েছে, এরই মধ্যে মার-এ-লাগো বাসভবনের মেরামত কাজ শুরু হওয়ার কথা। একটি স‚ত্র বলেছেন, অবশ্যই তারা মার-এ-লাগো ক্লাবের ভিতরে এপার্টমেন্টকে আধুনিকায়ন করছেন। এটাকে আরো বড় করা হবে। আরো আধুনিক করা হবে এবং ব্যবহারের জন্য এটা তাদের জন্য আরো স্বস্তিদায়ক করা হবে। তবে ফার্স্টলেডির ঘনিষ্ঠ একটি স‚ত্র বলেছেন, তাদের পরিকল্পনায় রয়েছে আরো কিছু। এ বিষয়ে দ্রæত সিদ্ধান্ত নেবেন তারা। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী আগামী ২০ শে জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করে হোয়াইট হাউজ ত্যাগ করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবার, পরিষদকে। হোয়াইট হাউজ থেকে তিনি বেরিয়ে যাবেন। আর ভিতরে ঢুকবেন জো বাইডেন। অপর এক খবরে বলা হয়, নির্বাচনে হেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেক সময় একেক কথা বলছেন। এবার বলছেন, এবারের মার্কিন নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে। আর এ ধরনের কারচুপি যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করেছে। ট্রাম্পের দাবি, তার প্রতিদ্ব›দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন ভোট চুরি করে নির্বাচনে বিজয়ী হয়েছেন। খবর আনাদোলুর। সোমবার দলীয় এক সভায় ট্রাম্প আবারও নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। ট্রাম্পের নির্বাচনী প্রচার টিম, আইনজীবী ও সমর্থকদেরও একই অভিযোগ। তাদের দাবি, নির্বাচনে এ ধরনের কারচুপি যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশগুলোর সারিতে নামিয়ে এনেছে। প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস পেরিয়ে গেলেও পরাজয় মানছেন না ট্রাম্প। নির্বাচন নিয়ে ট্রাম্প শিবিরের একাধিক মামলা ৭ ডিসেম্বর আদালতে খারিজ হয়েছে। জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিনের আদালতে ট্রাম্পের নির্বাচনী মামলা উঠছে আর খারিজ হচ্ছে। কোথাও ট্রাম্পের কথিত ভোট জালিয়াতির অভিযোগ আমল পাচ্ছে না। ট্রাম্পের মামলা নিয়ে খোঁজখবর রাখাই এখন মার্কিন সংবাদমাধ্যমের জন্য দুরূহ হয়ে উঠেছে। তিন দফা গণনার পরও জর্জিয়ায় ফল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে গেছে। এই ফল আটকে দেয়ার জন্য অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে ট্রাম্প শিবির থেকে আবেদন করা হয়। ফেডারেল বিচারপতি টিমোথি ব্যাটেন মামলাটি খারিজ করে দেন। মিশিগানের ডিস্ট্রিক্ট কোর্ট বিচারক লিন্ডা পার্কার ট্রাম্পের আরেকটি এমন মামলা খারিজ করেছেন। সোমবার দেয়া আদেশে বিচারক লিন্ডা পার্কার বলেছেন, নির্বাচনের ফল পাল্টে দেয়ার এমন আবেদন গণতন্ত্র ও সরকারের প্রতি জনগণের আস্থাকে বিনষ্ট করার একটি প্রয়াস মাত্র। এতকিছুর পরও ট্রাম্প দমে যাচ্ছেন না। তিনি এখন বলছেন, জর্জিয়ায় ডাকযোগে আসা প্রতিটি ব্যালটে ভোটারদের স্বাক্ষর পরীক্ষা করে দেখতে হবে। জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর রিপাবলিকান ব্রায়ান ক্যাম্প বলেছেন, উচ্চ আদালতের নির্দেশ ছাড়া এমন স্বাক্ষর পরীক্ষার উদ্যোগ নেয়ার কোনো সুযোগ নেই। পিপল ম্যাগাজিন, আনাদোলু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ