মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের নিস শহরে জনতার ওপর লরি উঠিয়ে দিয়ে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। ১৪ জুলাই বাস্তিল দিবস উদযাপনের রাতে নিসের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গল চত্বরে হামলাটি চালানো হয়েছিল। ফরাসি এক কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, ওই হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার রাতে ৮৩ জন নিহত হওয়ার পর এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হল। এতে নিস হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জন হল। সবশেষ মারা যাওয়া আহতের নাম প্রকাশ করা হয়নি। তার স্ত্রী ও দুই সন্তান আছে বলে জানানো হয়েছে। ফ্রান্সে বসবাসকারী তিউনিসিয়ায় জন্ম নেয়া মোহামেদ ল্যউইজ বুলেল হামলাটি চালিয়েছিল। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে ১০ জন শিশু-কিশোর রয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।