Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের নিসে ট্রাক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের নিস শহরে জনতার ওপর লরি উঠিয়ে দিয়ে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। ১৪ জুলাই বাস্তিল দিবস উদযাপনের রাতে নিসের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গল চত্বরে হামলাটি চালানো হয়েছিল। ফরাসি এক কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, ওই হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার রাতে ৮৩ জন নিহত হওয়ার পর এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হল। এতে নিস হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জন হল। সবশেষ মারা যাওয়া আহতের নাম প্রকাশ করা হয়নি। তার স্ত্রী ও দুই সন্তান আছে বলে জানানো হয়েছে। ফ্রান্সে বসবাসকারী তিউনিসিয়ায় জন্ম নেয়া মোহামেদ ল্যউইজ বুলেল হামলাটি চালিয়েছিল। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে ১০ জন শিশু-কিশোর রয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্সের নিসে ট্রাক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ