মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও তৃতীয় বিশ্বের মতো কারচুপি হয়েছে বলেন উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় সোমবার মার্কিন বিখ্যাত কুস্তিগীর ও কোচ ডান গাবেলকে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ পুরস্কার দেয়ার অনুষ্ঠানে পুনরায় নির্বাচনে কারচুপির অভিযোগের পুনরাবৃত্তি করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, একদম তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও কারচুপি হয়েছে। -আনাদুলু এজেন্সি, বিজনেস স্ট্যান্ডার্ড, ইকোনোমিক টাইমস, এক্সপ্রেস ইউকে
যদিও মার্কিন নির্বাচনে জালিয়াতি ও কারচুপির অভিযোগ করে ট্রাম্পের নির্বাচনি শিবিরের অর্ধশতাধিক মামলার মধ্যে ৩০টিরও বেশি মামলা আদালতে খারিজ হয়ে গিয়েছে। বাকিগুলোও একই পরিস্থিতির দিকে যাচ্ছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি, তবু ট্রাম্প এমন বক্তব্য দিয়েই চলেছেন।
সংবাদ সম্মেলনে নিজেকে অন্যায়ভাবে হারিয়ে দেয়া হয়েছে দাবী করে ট্রাম্প বলেন, এই নির্বাচনের ফলে আমাদের দেশের সম্মান বিনষ্ট হয়েচ্ছে। আমাকে জালিয়াতি করে হারানো হয়েছে। যে সব স্থান থেকে ব্যালেটগুলো পাঠানো হয়েছে, গণনায় যে মেশিনগুলো ব্যবহার করা হয়েছে তার মালিকানা সম্পর্কে কেউ কিছুই জানে না। ট্রাম্প দাবী করেন, আমরা অবশ্যই এটি প্রতিহত করার একটি উপায় বের করবে। আগামী কয়েকদিনের মধ্যে অনেক কিছুই হবে, আপনারা অনেক বড় কিছু দেখতে পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।