Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুলিশি হেফাজতে অখিলেশ যাদব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

১৪৪ ধারা ভঙ্গের দায়ে ভারতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব আগেই ঘোষণা করেছিলেন, ৭ ডিসেম্বর থেকে উত্তরপ্রদেশ জুড়ে হবে ‘কিষাণ যাত্রা’। পায়ে হেঁটে, সাইকেলে, মোটর সাইকেল ও ট্রাক্টরে কৃষকরা যোগ দেবেন প্রতিবাদে। তারা নতুন কৃষি আইনের বিরোধিতা করবেন। সোমবার ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই বিক্রমাদিত্য মার্গে অখিলেশের বাড়ি ঘিরে ধরে পুলিশ। আজই কনৌজে যাওয়ার কথা ছিল অখিলেশের। তিনি বাড়ি থেকে বের হওয়ার পর তার পথ আটকে দেওয়া হয়। পরে তিনি সড়কে বসে পড়েন। সেখান থেকেই আটক হন অখিলেশ। রবিবার অখিলেশসহ ১১টি দলের নেতা ভারতের চলমান কৃষক আন্দোলনে সমর্থন দেন। এ তালিকায় আছেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, ডিএমকে প্রধান এমকে স্টালিন, এনসিপি প্যাট্রিয়াক শারদ পাওয়ার, বাম ফ্রন্টের সীতারাম ইয়েচুরি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অখিলেশ-যাদব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ