Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাম্বিয়ার জন্য রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে ওআইসির ১২ লাখ ডলার সংগ্রহ

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:৫২ পিএম

গাম্বিয়ার জন্য রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে ওআইসির ১২ লাখ ডলার সংগ্রহ হয়েছে। নাইজারে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর ৪৭তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ অর্থ সংগ্রহের বিষয়টি জানিয়ে ওআইসি বলছে, রোহিঙ্গা গণহত্যা মামলায় লড়তে গাম্বিয়ার ৫০ লাখ মার্কিন ডলার প্রয়োজন। বাংলাদেশের পক্ষ থেকে এ ফান্ডে ৫ লাখ মার্কিন ডলার সহযোগিতা করা হয়েছে।

ওআইসি সেক্রেটারিয়েট জানায়, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মমলায় লড়তে সউদি আরব ৩ লাখ মার্কিন ডলার, মালয়েশিয়া, তুরস্ক ও নাইজেরিয়া প্রতিটি দেশ ১ লাখ মার্কিন ডলার, ইসলামিক সলিডারিটি ফান্ড ১ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। নাইজারের রাজধানী নিয়ামে ২৭-২৮ নভেম্বর ওআইসির ৪৭তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সউদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের যোগদানের কথা থাকলেও তারা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় যেতে পারেননি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওআইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ