মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম তীরে ইসরাইল অধিকৃত পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের এক গির্জায় ইহুদি ধর্মাবলম্বির এক ব্যক্তির আগুন দেয়ার চেষ্টা রুখে দিয়েছেন ফিলিস্তিনি মুসলিমরা। গত শুক্রবার এ ঘটনা ঘটে। গির্জাটি হচ্ছে- জাবাল জেইতুন সংলগ্ন আল জাসমানিয়া। জানা যায়, উপশহরবাসী এক ইহুদি ওই গির্জার ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে বিভিন্ন আসবাবপত্রে আগুন দেয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় মুসলমানরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন। এ সময় ওই ইহুদিকে হাতে-নাতে ধরে ফেলেন তারা। এ ঘটনাকে কেন্দ্র ওই করে উত্তেজনা দেখা দেয়, বাঁধে সংঘর্ষও। খবর পেয়ে ইসরাইলি সেনারা এসে গির্জায় ঢুকে ইহুদি ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যায়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি ইসরাইলি কর্তৃপক্ষ। এর আগেও বহুবার পশিম তীরের অধিকৃত ফিলিস্তিনি ভ‚মিতে মুসলমান ও খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ে আগুন দিয়েছে ইসরাইলের ইহুদিরা। এর মাধ্যমে তারা স্থাপনাগুলো ধ্বংস করার চেষ্টা চালিয়ে আসছে। আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।