মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইথিওপিয়ার আধা-স্বায়ত্তশাসিত ফেডারেল রাজ্য টিগ্রাইয়ের বিভিন্ন অংশে সংঘর্ষ, বোমাবর্ষণ ও লুটপাটের মতো ঘটনা ঘটছে বলে উত্তরাঞ্চলীয় অঞ্চলটির একটি বিদ্রোহী বাহিনী জানিয়েছে। বার্তা সংস্থা জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই এ বিদ্রোহী বাহিনীটির নেতাদের ধরা হবে, ইথিওপীয় সরকার এমন ঘোষণা দেওয়ার পর শনিবার বাহিনীটি এসব কথা জানায়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের ফেডারেল বাহিনী ও টিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) এক মাসের যুদ্ধে কয়েক হাজার লোক নিহত হয়েছে এবং প্রায় ৪৬ হাজার শরণার্থী প্রতিবেশী সুদানে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। টিগ্রাইয়ের রাজধানী মেকেল্লের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহ পর আবি সরকার বলছে, লড়াই শেষ হয়ে আসছে। কিন্তু টিপিএলএফ নেতা দেব্রেতশন জেব্রেমিশায়েল শনিবার একটিক্ষুদে বার্তা পাঠিয়ে রয়টার্সকে জানিয়েছেন, মেকেল্লের বাইরে এখনও দুইপক্ষের মধ্যে লড়াই চলছে। শুক্রবার ফেডারেল বাহিনীগুলো আব্বি আদি শহরে বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছেন তিনি, তবে বিস্তারিত আর কিছু জানাননি। সরকারি বাহিনীগুলো মেকেল্লেতে লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেছেন টিপিএলএফের একজন মুখপাত্র। মুখপাত্র গেতাচেউ রেডা টিপিএলএফের মালিকানাধীন টেলিভিশন স্টেশনকে বলেছেন, “(তারা) বেসামরিক সম্পত্তি ও হোটেল লুটপাট চালাচ্ছে, কারাখানাগুলোতে লুটপাট চালানোর পর সেগুলোর ক্ষতিসাধন করছে।” এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সরকার। তিগ্রাইয়ের অধিকাংশ যোগায়োগ বন্ধ থাকায় ও এলাকাটিতে প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় দু’পক্ষের বক্তব্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে। আবি টিপিএলএফের সাবেক রাজনৈতিক অংশীদার। তাদের জোট প্রায় তিন দশক ধরে ইথিওপিয়ার ক্ষমতায় ছিল। কিন্তু দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তিগ্রাইয়ের কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করে সাবেক মিত্রদের বিরাগভাজন হন আবি। টিগ্রাইয়ের কর্মকর্তাদের গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করে টিপিএলএফ। আবি ইথিওপিয়ার ১০টি আধা-স্বায়ত্তশাসিত ফেডারেল রাজ্যের ওপর তার নিয়ন্ত্রণ দৃঢ় করতেই এসব করছেন বলে বলে অভিযোগ করে তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।