মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর নিজেকে শান্ত রাখার জন্য ২৮০ মাইল (৪৫০ কিলোমিটারের বেশি) পথ হেঁটে পাড়ি দিয়েছেন এক ইতালীয় নাগরিক। অবশ্য নভেল করোনাভাইরাসের মহামারিজনিত পরিস্থিতিতে লকডাউন চলাকালে নিয়ম ভঙ্গ করায় পুলিশের হাতে ধরাও পড়েন তিনি। পুলিশ না আটকালে হয়তো আরো অনেকটা পথ পাড়ি দিতেন তিনি। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে শনিবার এ খবর জানানো হয়েছে। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি ইতালির উত্তরাঞ্চলীয় সুইস সীমান্তবর্তী কোমো শহরে বাস করেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর নিজেকে নিয়ন্ত্রণে আনতে ২৮০ মাইল দক্ষিণে আদ্রিয়াটিক উপকূলের ছোটো শহর ফানো পর্যন্ত হেঁটে যান। এর মধ্যেই লকডাউনের নিয়ম ভঙ্গ করায় দিবাগত রাত ২টার দিকে এক পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। সব শোনার পর ওই পুলিশ কর্মকর্তা বিশ্বাস করতে পারেননি যে ওই ব্যক্তি এতটা পথ হেঁটে পাড়ি দিয়েছেন। এরপর খোঁজ-খবর নিয়ে পুলিশ জানতে পারে, এক সপ্তাহ আগে ওই ব্যক্তির স্ত্রী তার নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানিয়েছিলেন। এদিকে ওই ব্যক্তির স্ত্রী পুলিশকে জানান, এক সপ্তাহ আগে তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল। এর পর থেকেই তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে, লকডাউনের নিয়ম ভাঙার অভিযোগে তাঁকে ৪০০ ইউরো জরিমানা পরিশোধ করতে হয়েছে বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।